শনিবার, ২২ জুন, ২০১৩ ০০:০০ টা

টানা ৬০ দিন না ঘুমিয়ে কাটিয়েছেন জ্যাকসন!

টানা ৬০ দিন না ঘুমিয়ে কাটিয়েছেন জ্যাকসন!

বেঁচে থাকলে হয়তো পারফর্ম করে বিশ্বের সবচেয়ে ব্যবসাসফল কনসার্টের রেকর্ডটি ঘরে তুলতেন পপ সম্রাট মাইকেল জ্যাকসন। এ কাজের দুশ্চিন্তা তার মৃত্যুর অন্যতম কারণ হলেও তিনি অজান্তেই গড়েছেন আরেকটি নতুন রেকর্ড। এরপরই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। চিরদিনের জন্য ঘুমিয়ে যাওয়ার আগে টানা ৬০ দিন ঘুমাননি তিনি।

জ্যাকসনই সম্ভবত পৃথিবীর প্রথম ব্যক্তি যিনি দুই মাস ঘুমাননি। গতকাল সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্যই তুলে ধরা হয়েছে। ব্যক্তিগত চিকিৎসক কনরাড মারের দেওয়া প্রোপোফল নামক ব্যথানাশক ওষুধের কারণে অজান্তেই এ রেকর্ড গড়েছেন জ্যাকসন। ২০০৯ সালের ২৫ জুন বিশ্বনন্দিত গায়ক জ্যাকসন মৃত্যুবরণ করেন। তার অকাল মৃত্যুর জন্য ঘুমহীন রাত কাটানোর অনেকখানি প্রভাব রয়েছে বলে মন্তব্য করেছেন একজন চিকিৎসক। সিএনএন।

 

 

সর্বশেষ খবর