শনিবার, ২২ জুন, ২০১৩ ০০:০০ টা

ইন্দোনেশিয়ায় পুড়ছে জঙ্গল, সিঙ্গাপুরে বাড়ছে বায়ুদূষণ!

প্রতিবেশী ইন্দোনেশিয়ায় ব্যাপকভাবে বন-জঙ্গল পুড়ে ফেলা হচ্ছে। আর এর প্রভাবে সিঙ্গাপুরে বায়ুদূষণ বাড়ছে এবং দূষণের মাত্রা এখন বিপজ্জনক পর্যায়ে পেঁৗছাচ্ছে। এ অভিযোগ সিঙ্গাপুরের। এ অবস্থায় দেশটির জনগণকে ঘরের ভেতর থাকতে আহ্বান জানানো হয়েছে। বিমান চালনার সময় অতিরিক্ত পূর্বসতর্কতা অবলম্বনের জন্য চানগি বিমানবন্দরের ট্রাফিক নিয়ন্ত্রকদের নির্দেশ দেওয়া হয়েছে।

সিঙ্গাপুরের দূষণ পরিমাপক ব্যবস্থা পলিউশন স্ট্যান্ডার্টস ইনডেস্কের হিসাবে স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা ১টায় ৩৭১ পয়েন্টে পেঁৗছায়, যা বিপজ্জনক মাত্রার চেয়ে ৭১ বেশি। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বায়ু দূষণের বিপজ্জনক মাত্রা হচ্ছে ৩০০। এর আগে ১৯৯৭ সালে সিঙ্গাপুরে বায়ু দূষণের মাত্রা ছিল ২২৬। প্রতিবেশী ইন্দোনেশিয়ায় ব্যাপকভাবে বন-জঙ্গল পুড়ে ফেলার কারণে সিঙ্গাপুরে বায়ু দূষণের মাত্রা বাড়ছে। ইতোমধ্যে ইন্দোনেশিয়া কর্তৃপক্ষের কাছে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সিঙ্গাপুর। উল্লেখ্য, একই বায়ু দূষণের কারণে প্রতিবেশী আরেক দেশ মালয়েশিয়ায় ২০০-এর বেশি স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে। এএফপি।

সর্বশেষ খবর