রবিবার, ১৪ জুলাই, ২০১৩ ০০:০০ টা

সৌদিতে শ্বাসরোধী ভাইরাস নিয়ে আতঙ্ক

সৌদি আরবে মিডল ইস্ট রেসপাইরেটরি সিনড্রোম (এমইআরএস) বা করোনা ভাইরাস ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। এ কারণে দেশটির পবিত্র স্থানগুলোতে মুসলি্লদের মুখাবরণ ব্যবহারের অনুরোধ জানিয়েছেন সে দেশের স্বাস্থ্য কর্মকর্তারা।

এ বছরের অক্টোবরে সারা বিশ্ব থেকে লাখ লাখ মুসলি্ল পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন। এর আগেই এমইআরএস করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে দেশটিতে। গতকাল বিবিসি অনলাইনের এক খবরে জানানো হয়, সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে ৩৮ জন মারা গেছে। বিবিসি।

সর্বশেষ খবর