রবিবার, ১৪ জুলাই, ২০১৩ ০০:০০ টা

রমজানে যুদ্ধবিরতিতে সম্মত থাইল্যান্ড

থাই সরকার দেশটির দক্ষিণাঞ্চলের মুসলিম বিচ্ছিনতাবাদীদের সঙ্গে রমজান মাসে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। গত এক দশকে ওই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে লড়াইয়ে পাঁচ হাজারেরও বেশি মানুষ নিহত হন বলে বিবিসি জানিয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে দুই পক্ষের মধ্যে প্রথমবারের মতো শান্তি আলোচনার চুক্তি সই হওয়ার পর যুদ্ধবিরতির ব্যাপারে সম্মতি প্রথম বড় পদক্ষেপ। মালয়েশিয়া এই আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে কাজ করলেও এতে ধীর অগ্রগতি হয়েছে। মার্চ মাস থেকে বিভিন্ন সময়ে দফায় দফায় আলোচনার পরও প্রায় প্রতিদিনই ওই অঞ্চলে হামলার ঘটনা ঘটছে।

সর্বশেষ খবর