রবিবার, ১৪ জুলাই, ২০১৩ ০০:০০ টা

রাশিয়ায় থাকতে পারবেন স্নোডেন

মস্কোর বিমানবন্দরে মানবাধিকার কর্মী ও আইনজীবীদের এক বৈঠকে মার্কিন তথ্য ফাঁসকারী স্নোডেন লাতিন আমেরিকায় না যাওয়া পর্যন্ত রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় পাওয়ার আগ্রহ প্রকাশ করেন। ক্রেমলিন তার এ আগ্রহে ইতিবাচক সম্মতি প্রকাশ করেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেশকভের বরাতে গতকাল দেশটির সংবাদ সংস্থাগুলো এ খবর জানিয়েছে। খবর এনডিটিভির।

দিমিত্রি পেশকভ বলেন, স্নোডেন রাশিয়ায় কয়েকটি শর্তে থাকতে পারবেন। প্রথমত, যুক্তরাষ্ট্র ও রুশ-মার্কিন সম্পর্কের ক্ষতিকর সব ধরনের কাজ বন্ধ করতে হবে স্নোডেনকে। দ্বিতীয়ত, আশ্রয়ের জন্য তাকে সরাসরি আবেদন করতে হবে। বৃহস্পতিবার মস্কোর শেরেমেতেয়েভো বিমানবন্দরে অনুষ্ঠিত ওই বৈঠকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর