বুধবার, ২০ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা

পাকিস্তানে ন্যাটো ট্যাংকারে হামলা

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে অজ্ঞাত বন্দুকধারীরা ন্যাটো বাহিনীর একটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরিয়ে দিয়েছে এবং ট্রাকটির চালককে হত্যা করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে নাসিরাবাদ জেলায় সোমবার চার অজ্ঞাত বন্দুকধারী মোটরসাইকেল নিয়ে হামলা চালায়। আফগানিস্তান থেকে ন্যাটোর সরঞ্জাম নিয়ে ফেরার পথে ট্রাকটির ওপর ওই হামলা চালানো হয়। হামলাকারীরা পরে নিরাপদে পালিয়ে যেতে সক্ষম হয়।

চলতি মাসের ৬ তারিখে একই প্রদেশের খুজদার জেলায় মোটরসাইকেল আরোহী বন্দুকধারীদের হামলায় ন্যাটোর রসদবাহী ট্রাকের এক চালক নিহত হয়। গত কয়েক বছরে পাকিস্তানের বিভিন্ন অংশে ন্যাটোর রসদ, অস্ত্র-শস্ত্রবাহী ট্রাক ও তেলবাহী ট্যাংকারের ওপর হামলার ঘটনায় শত শত ট্রাক ও ট্যাংকার ধ্বংস হয়েছে। তালেবানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলো সাধারণভাবে এসব হামলার দায়-দায়িত্ব স্বীকার করেছে। তারা বলেছে, পাকিস্তানের উপজাতীয় এলাকাগুলোতে মার্কিন ঘাতক ড্রোন হামলার প্রতিশোধ নেওয়ার জন্য এসব হামলা চালানো হয়েছে। ওয়েবসাইট।

সর্বশেষ খবর