বুধবার, ২০ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা

ব্রাদারহুড মামলার তদন্তকারী খুন

গুলিতে নিহত হয়েছেন মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। মুসলিম ব্রাদারহুডের নেতাদের বিরুদ্ধে চলমান মামলার তদন্তের দায়িত্বে ছিলেন তিনি। রাজধানী কায়রোর পাশে নসর সিটিতে সোমবার রাতে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। হত্যার সঙ্গে জড়িত ছিল তিন বন্দুকধারী। স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, লে. কর্নেল মুহাম্মদ মাবরুক নামে ওই কর্মকর্তাকে সাতটি গুলি করা হয়। নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, হত্যাকাণ্ডের পর হামলাকারীরা নিরাপদে পালিয়ে যায়। সহিংসতা কবলিত রাজধানী কায়রো এবং আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পরও এই হত্যাকাণ্ড হলো। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, নিহত ওই ব্যক্তি প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিসহ ব্রাদারহুডের শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে চার্জ গঠনে কাজ করছিলেন। বিবিসি।

সর্বশেষ খবর