বুধবার, ২০ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা

তুতানখামেনকে নিয়ে বিতর্ক

তুতানখামেন। ফারাও রাজত্বের কনিষ্ঠতম শাসক। ইতিহাস বলছে, মাত্র ১৯ বছর বয়সে মৃত্যু হয়েছিল তার। কিন্তু কীভাবে? আর তা নিয়ে রয়েছে নানা মুনির নানা মত। তাতে নয়া সংযোজন, মিসরের তুতানখামেন বিশেষজ্ঞ প্রত্নতত্ত্ববিদ ক্রিস নাউনটনের গবেষণা। সম্প্রতি তিনি জানিয়েছেন, তুতানখামেনের যে খুনের তত্ত্ব প্রচলিত ছিল, তা সঠিক নয়। বরং তার গবেষণা বলছে, যুদ্ধের ময়দানে কোনোভাবে ঘোড়ার গাড়ির তলায় চাপা পড়েছিলেন তুতানখামেন। তাতেই মৃত্যু হয় তার। অনলাইন।

সর্বশেষ খবর