বুধবার, ২০ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা

নেপালে নতুন সংবিধান প্রণয়নে ভোট

নতুন একটি খসড়া সংবিধান তৈরির জন্য বিশেষ একটি সাংবিধানিক পরিষদ গঠনের জন্য নেপালে গতকাল ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে দেশটিতে কয়েক বছর ধরে চলা রাজনৈতিক অস্থিরতার অবসান হবে বলে আশা করা হলেও কাঠমান্ডুতে একটি হাতে তৈরি বোমার বিস্ফোরণ ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। মাওবাদী বিদ্রোহীদের দশকব্যাপী লড়াইয়ের পর নেপালের কয়েক শতাব্দী পুরনো রাজতান্ত্রিক শাসনের অবসান হয়। কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তনের পর থেকে বাম ও ডানপন্থি টানাপড়েনে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। দেশটির এই রাজনৈতিক অস্থিরতা নিয়ে প্রভাবশালী দুই প্রতিবেশী ভারত ও চীন ক্রমেই উদ্বিগ্ন হয়ে উঠছে। নির্বাচিত বিশেষ পরিষদ গঠনের মাধ্যমে রাজনৈতিক অস্থিরতা দূর করার পরিকল্পনা করা হলেও এর মাধ্যমে নেপালের রাজনৈতিক পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়তে পারে, এমন আশঙ্কাও আছে। কারণ ২০০৮ সালের সাধারণ নির্বাচনে বিজয়ী মাওবাদীদের একটি দলছুট অংশ চলমান নির্বাচনের বিরোধিতা করছে। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে নাজুক অর্থনীতির এই দেশটির অর্থনৈতিক পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়বে। এতে দেশটি জঙ্গি ও অপরাধীদের স্বর্গরাজ্য হয়ে উঠার আশঙ্কা আছে। ২০০৮ সালের নির্বাচনের পর সরকারব্যবস্থা ও প্রদেশের সংখ্যা ইত্যাদি নিয়ে রাজনৈতিক মতপার্থক্যের কারণে সংবিধান তৈরির উদ্যোগ ব্যর্থ হয়। এরপর থেকে পাঁচবার সরকার পরিবর্তন হলেও সমস্যার কোনো সমাধান হয়নি। গতকালের নির্বাচনে দেশটির ১০০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। তাতে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলে নির্বাচন-পূর্ব জরিপে আভাস পাওয়া গেছে। এতে বিদ্যমান সমস্যা সমাধানের বাস্তব কোনো প্রেক্ষাপট তৈরি না হওয়ার আশঙ্কা রয়েই যাচ্ছে। বিবিসি।

সর্বশেষ খবর