বুধবার, ২০ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা

ইতালিতে সাইক্লোনে নিহত ১৪

ইতালির ভূমধ্যসাগরীয় দ্বীপ সারদিনিয়ায় ঘূর্ণিঝড় ক্লিওপেট্রার আঘাতে মারা গেছেন কমপক্ষে ১৪ জন। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। সোমবার রাতে সাইক্লোনটি আঘাত হানে। গতকাল বিভিন্ন গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়। গণমাধ্যমগুলো জানিয়েছে, সাইক্লোন ও এর ফলে সৃষ্ট প্রচণ্ড বৃষ্টির পানিতে বেশ কয়েকটি গাড়ি ভেসে গেছে। কয়েকশ বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সারদিনিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর অলিভিয়া। ঘূর্ণিঝড়ের সঙ্গে প্রচণ্ড বৃষ্টিপাত ও বন্যায় রাস্তাঘাট ডুবে গেছে ও নদীর পাড় ভেঙে পড়েছে। নদীর পাড় ভেঙে ও গাড়ির সঙ্গে ভেসে গিয়ে বেশ কিছু মানুষ নিখোঁজ রয়েছেন। বিবিসি।

সর্বশেষ খবর