বুধবার, ২০ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে হালমাহেরা দ্বীপের তবেলো শহরে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে বলে মার্কিন ভূতাত্তি্বক জরিপ সংস্থার (ইউএসজিসি) বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।
তবে গতকালের এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জারি করা হয়নি কোনো সুনামি সতর্কতা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তবেলো শহরের ১১০ কিলোমিটার দূরে মালুকু দ্বীপপুঞ্জের ৬৩ কিলোমিটার গভীরে এ ভূমিকম্প আঘাত হানে। তবেলোর এক হোটেল মালিক জানিয়েছেন, কয়েক সেকেন্ডের জন্য মাটি কেঁপে উঠলে অতিথিরা সবাই বাইরে বেরিয়ে আসেন। তবে আশপাশে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তিনি বলেন, এটা (ভূমিকম্প) শক্তিশালী ছিল। তবে সেটা কয়েক সেকেন্ডের জন্য। এরপর সব স্বাভাবিক হয়ে যায়।

সর্বশেষ খবর