রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা

সিরিয়ায় এফএসএ \\\'মারাত্মক বিপদে\\\' পড়েছে: ফ্রান্স

সিরিয়ায় এফএসএ \\\'মারাত্মক বিপদে\\\' পড়েছে: ফ্রান্স

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের বিরুদ্ধে লড়াইরত ফ্রি সিরিয়ান আর্মি (এফএসএ) মারাত্মক বিপদের মুখে পড়েছে বলে জানিয়েছে ফ্রান্স।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরা ফ্যাবিয়াস গতকাল শনিবার এফএসএ'র কথা উল্লেখ করে বলেছেন, '(সিরিয়ার) যে বিরোধীপক্ষকে আমরা সমর্থন দেই তারা মারাত্মক বিপদে পড়েছে।'

ফ্রান্সসহ পশ্চিমা দেশগুলোর পূর্ণ সমর্থন ও পৃষ্ঠপোষকতা নিয়ে এতদিন আসাদ সরকারের বিরুদ্ধে লড়াই করছিল এফএসএ। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে সরকারি সেনাদের অগ্রাভিযানের পাশাপাশি আল-কায়েদার সহযোগী আন-নুসরার মতো সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় বিপর্যস্ত হয়ে পড়ে এফএসএ।

উল্লেখ্য, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন এফএসএ'কে সব ধরনের অস্ত্র সাহায্য বন্ধ করে দেয়ার ঘোষণা দেয়। এফএসএ জঙ্গীদের একটি অস্ত্রভাণ্ডারের কাছে অবস্থিত তুর্কি সীমান্তবর্তী একটি ঘাঁটি আন-নুসরা ফ্রন্ট দখল করে নেয়ার পর ওই সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন ও লন্ডন।

 

সর্বশেষ খবর