বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০১৪ ০০:০০ টা

সংকট নিরসনে আলোচনার আহবান সেনাবাহিনীর

ইমরান, কাদরিকে সুপ্রিমকোর্টের সমন

আলোচনার মাধ্যমে পাকিস্তানের চলমান রাজনৈতিক সংকট নিরসনের আহ্বান জানিয়েছে দেশটির সেনাবাহিনী। বিরোধীদলগুলোর পক্ষ থেকে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে গতকাল সন্ধ্যার মধ্যে পদত্যাগের মেয়াদ বেঁধে দেওয়ার পর বিবদমান রাজনৈতিক পক্ষগুলোকে আলোচনায় বসার আহ্বান জানায় সেনাবাহিনী। তবে অভ্যন্তরীণ সংকট মেটাতে এরইমধ্যে তেহরিক-এ-ইনসাফ প্রধান ইমরান খানের সঙ্গে বৈঠকে করার সিদ্ধান্ত নিয়েছেন নওয়াজ শরীফ। এছাড়া ইসলামাবাদে অশান্তি ছড়ানোর অভিযোগে ইমরান খানকে সমন পাঠিয়েছে পাকিস্তানের আদালত। একই নোটিস পাঠানো হয়েছে ধর্মীয় নেতা পাকিস্তান আওয়ামী তেহরিক বা পিএটি'র প্রধান তাহির উল কাদরিকেও। সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিম বাজওয়া ধৈর্য অবলম্বন ও আলোচনার মাধ্যমে সংকট নিরসনের আহ্বান জানান। এক টুইটার বার্তায় তিনি বলেন, দেশ ও জনগণের স্বার্থে সব পক্ষকে বিরাজমান অচলাবস্থা আলোচনার মাধ্যমে নিরসন করতে হবে। এখন সব পক্ষের উচিত প্রজ্ঞা, ধৈর্য ও রাজনৈতিক জ্ঞানের পরিচয় দেওয়া। নওয়াজ শরীফের পদত্যাগের দাবিতে পিটিআই এবং পিএটি গত পাঁচ দিন ধরে অবস্থান ধর্মঘট চালিয়ে আসছে। এর আগে, প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বাসভবনে হামলা চালানো হবে বলে ইমরান খান হুমকি দিয়েছেন। নিরাপত্তা বজায় রাখার জন্য ইসলামাবাদে নিরাপত্তা বাহিনীর হাজার হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ চাপের মুখে পদত্যাগ করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। ইতোমধ্যেই ইসলামাদের বিভিন্ন এলাকা থেকে পিটিআই ও পিএটি'র প্রায় দুই শতাধিক নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আল জাজিরা, দ্য ডন।

 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর