বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০১৪ ০০:০০ টা

১৮ বছর পর নিখোঁজ ভারতীয় সেনার লাশ উদ্ধার

১৮ বছর পর নিখোঁজ ভারতীয় সেনার লাশ উদ্ধার

১৮ বছর আগে নিখোঁজ হওয়া এক ভারতীয় সেনার লাশ খুঁজে পাওয়া গেছে। ওই সময় তিনি ভারতশাসিত কাশ্মীরের সিয়াচেন সীমান্তে পেশাগত দায়িত্ব পালন করছিলেন। এত দিন পর প্রায় ১৮ হাজার ফুট উঁচুতে অবস্থিত পৃথিবীর 'সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র' থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই সেনার নাম গায়া প্রসাদ।

গত রবিবার উত্তরাঞ্চলের হিমবাহ এলাকায় খান্দা ও দলমা নিরাপত্তা চৌকির মধ্যে টহল দেওয়ার সময় সেনা সদস্যরা নিখোঁজ ওই সেনার লাশ খুঁজে পান। তার লাশ 'অত্যন্ত সুরক্ষিত অবস্থায়' ছিল এবং আংশিক বরফের নিচে ঢাকা ছিল। তার পকেটে একটি চিঠি পাওয়া গেছে। চিঠিতে তার ব্যাটালিয়নের কমান্ডিং কর্মকর্তার ঠিকানা লেখা ছিল। তিনি সেনাবাহিনীর হাবিলদার এবং ১৫ রাজপূত ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। ইন্ডিয়ান এক্সপ্রেস।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর