বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০১৪ ০০:০০ টা
ফের ভাঙল যুদ্ধবিরতি

হামাস নেতার স্ত্রী-শিশু কন্যাসহ নিহত ১১

গত এক সপ্তাহ ধরে অস্থায়ী যুদ্ধবিরতি চলার পর মঙ্গলবার ও গতকাল গাজায় নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতি ভঙ্গের জন্য হামাস ও ইসরায়েল পরস্পরকে দায়ী করেছে। নতুন করে চালানো বিমান হামলায় হামাসের সশস্ত্র শাখা প্রধানের স্ত্রী ও শিশুকন্যাসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। দুই দফায় তিন ও পাঁচ দিনের পর গাজায় তৃতীয় দফায় ২৪ ঘণ্টার যুদ্ধবিরতির মেয়াদ ছিল মঙ্গলবার স্থানীয় সময় মধ্যরাত পর্যন্ত। ওই মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগেই হামলার মধ্য দিয়ে যুদ্ধবিরতি ভেস্তে যায়। আর পরবর্তী যুদ্ধবিরতির বিষয়ে কোনো ধরনের সমঝোতা ছাড়াই মিসরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত আলোচনাও ভেঙে গেছে। হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে হামাসের সশস্ত্র শাখা কাশেম ব্রিগেডসের প্রধান মোহাম্মদ দায়িফের স্ত্রী ও শিশুকন্যা রয়েছেন। কায়রোতে হামাসের নির্বাসিত উপনেতা মুসা আবু মারজুক এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। ওই হামলা থেকে দায়িফ রক্ষা পেয়েছেন কি না, তা স্পষ্ট নয়। এর আগে তিনি একাধিক হামলা থেকে প্রাণে রক্ষা পেলেও গুরুতরভাবে আহত হয়েছেন। বিবিসি, এএফপি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর