বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০১৪ ০০:০০ টা

আরেক মার্কিন সাংবাদিকের শিরশ্ছেদের ভিডিও প্রকাশ

আরেক মার্কিন সাংবাদিকের শিরশ্ছেদের ভিডিও প্রকাশ

সংবাদিক জেমস ফলিকে হত্যার উত্তাপ কাটতে না কাটতেই স্টিভেন জোয়েল সটলফ (৩১) নামে আরেক মার্কিন সাংবাদিককে হত্যা করেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা। এবারও শিরশ্ছেদের ভিডিও ইন্টারনেটে প্রচার করেছে তারা। সেই ভিডিও এসআইটিআই ইন্টেলিজেন্স গ্রুপ নামে একটি গবেষণা প্রতিষ্ঠান প্রচার করেছে। মূলত জিহাদীদের নানা ভিডিও পোস্ট তারা হ্যাক করে থাকে সংগঠনটি।

নিহত সাংবািদকে সটলফ টাইম ও ফরেন্স পলিসি ম্যাগাজিনের ফ্রিল্যান্স সাংবাদিক। একবছর আগে তাকে সিরিয়া থেকে আটক করা হয়। ফলিকে হত্যার সময় আটক শটলোফকেও হত্যার হুমকি দিয়েছিল আইএস।

হত্যার আগে কমলা রঙের কাপড় পরিহিত শটলোফ ইংরেজি বলতে শোনা যায়, আইএস'র বিরুদ্ধে ইরাকে মার্কিন বিমান হামলার খেসারত হিসেবে ফলির মতো আমাকে জীবন দিতে হলো।

ভিডিওতে দেখা যায়, মুখোশ পরিহিত যে জঙ্গি ফলিকে হত্যা করে তিনিই শটলোফকে শিরশ্ছেদ করছেন। কাচু হাতে জঙ্গি বলে, ওবামা, আমি ফিরে এসেছি। আইএসের প্রতি তোমার উগ্র নীতির কারণেই আমি ফিরে এসেছি।

এদিকে, একই কায়দায় আটক ব্রিটিশ নাগরিক ডেভিড কথ্রোন হেইনসকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর