বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০১৪ ০০:০০ টা

ইরাকে আরো ৩৫০ সেনা পাঠাতে ওবামার নির্দেশ

ইরাকে আরো ৩৫০ সেনা পাঠাতে ওবামার নির্দেশ

ইরাকে আরো ৩৫০ সেনা পাঠানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ইরাকে কর্মরত মার্কিন কূটনীতিক ও কূটনৈতিক স্থাপনা রক্ষায় এসব সেনা কাজ করবে বলে দাবি করা হয়েছে।

হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে, “বাগদাদে মার্কিন কূটনৈতিক স্থাপনা ও সেখানে কর্মরত লোকজনকে রক্ষার জন্য পররাষ্ট্র দপ্তরের অনুরোধে প্রেসিডেন্ট আরো ৩৫০ জন সেনা পাঠাতে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।”

বিবৃতিতে আরো বলা হয়েছে, “আমরা আইএসবিরোধী লড়াইয়ে ইরাক সরকারকে সমর্থন দিয়ে যাব যারা কিনা শুধু ইরাকের জন্য নয় বরং পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল এবং এ এলাকায় মার্কিন স্বার্থকে হুমকির মুখে ফেলেছে।”

আরো একজন মার্কিন সাংবাদিককে আইএসআইএল’র সন্ত্রাসীরা গলা কেটে হত্যার কয়েক ঘণ্টা পর এই ঘোষণা দিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। এর দুই সপ্তাহ আগে আইএস আরো এক মার্কিন সাংবাদিককে গলা কেটে হত্যা করেছে বলে খবর বের হয়েছিল।

 

সর্বশেষ খবর