বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০১৪ ০০:০০ টা

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পরোশেঙ্কো পূর্ব ইউক্রেনে অস্ত্রবিরতির বিষয়ে এক সমঝোতায় পৌঁছেছেন। পরোশেঙ্কোর দফতরের এক সংক্ষিপ্ত বিবৃতিতে একথা জানানো হয়েছে। খবর দ্য হিন্দু অনলাইনের

তবে ওই বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি। এছাড়া রাশিয়ার সমর্থনপুষ্ট পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের কাছ থেকে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। চলতি বছরের এপ্রিল থেকে পূর্ব ইউক্রেনে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে লড়াই করছে ইউক্রেনের সেনারা।

এদিকে, ইউক্রেন সংকট নিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামা যখন পূর্ব ইউরোপের ন্যাটোভুক্ত দেশ এস্তোনিয়া সফর করছেন ঠিক তখনই এ অস্ত্রবিরতির কথা জানানো হয়েছে।

সর্বশেষ খবর