বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০১৪ ০০:০০ টা

মন্ত্রিসভায় ৫ নারী নিলেন শিনজো আবে

মন্ত্রিসভায় ৫ নারী নিলেন শিনজো আবে

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে তার ১৮ সদস্যের মন্ত্রিসভায় পাঁচজন নারীকে স্থান দিয়েছেন। এর ফলে দেশটির মন্ত্রিসভায় নারী মন্ত্রীর দিক দিয়ে তিনি রেকর্ড স্থাপন করলেন। খবর দ্য হিন্দু অনলাইনের

১৮ সদস্যের মন্ত্রীসভায় স্থান পাওয়া পাঁচ নারীর একজন হচ্ছেন ইয়োকো ওবুচি। তাকে বাণিজ্য ও অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ওবুচি দেশটির সাবেক এক প্রধানমন্ত্রীর মেয়ে।

নারীর মেধার ব্যবহার ও তাদেরকে ক্ষমতায়ন কেন্দ্রিক অর্থনৈতিক বৃদ্ধি সংক্রান্ত নীতির ইতোমধ্যে গুরুত্বারোপ করেছেন শিনজো আবে। মন্ত্রীসভায় পাঁচ নারী সদস্য নিয়োগ এরই অংশ বলে মনে করা হচ্ছে। এছাড়া ২০২০ সাল নাগাদ দেশের নেতৃস্থানীয় পদগুলোতে ৩০ শতাংশ নারী রাখার লক্ষ্য স্থির করছেন আবে।

সর্বশেষ খবর