বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০১৪ ০০:০০ টা

গাজায় মানবিক সহায়তা পাঠাল ইরান

গাজায় মানবিক সহায়তা পাঠাল ইরান

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় প্রায় ১০০ টন মানবিক সহায়তা পাঠিয়েছে ইরান। গাজায় যুদ্ধের পর এটাই ইরানের পক্ষ থেকে প্রথম সহায়তা পাঠানো হলো। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ৯৫ টন ত্রাণ-সামগ্রীর মধ্যে রয়েছে ৩৫ টন ওষুধ ও মেডিক্যাল সামগ্রী। এছাড়া তাবু, কম্বল ও টিনজাত খাদ্য রয়েছে। ইরানের এসব ত্রাণ-সামগ্রী রাফাহ ক্রসিং পয়েন্ট দিয়ে গাজায় ঢুকতে দিতে রাজি হয়েছে মিসর সরকার। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, গাজায় তারা কিছু অ্যাম্বুলেন্স পাঠানোরও পরিকল্পনা করছে। ইহুদিবাদী ইসরায়েলের ৫০ দিনের বর্বর আগ্রাসনে গাজার অন্তত ৪৭টি অ্যাম্বুলেন্স ধ্বংস হওয়ায় ইরানের রেড ক্রিসেন্ট এ চিন্তা করছে।

এছাড়া, গাজার আহত লোকজনের একটা বিরাট অংশের চিকিত্সা দিতে প্রস্তুতির কথা ঘোষণা করেছে ইরান। ইসরায়েলের আগ্রাসনে গাজায় অন্তত ২ হাজার ১৪০ জন ফিলিস্তিনি নিহত হন। এ ছাড়া ১১ হাজার আহত হয়েছেন। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু।

সর্বশেষ খবর