বুধবার, ৩ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

১২৬টি ফরাসি যুদ্ধবিমান কিনছে ভারত

ফ্রান্সের কাছ থেকে ১২৬টি রাফাল যুদ্ধবিমান কেনার বিষয়ে দেশটির সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত করার পথে ভারত। এগুলো কিনতে ভারতের খরচ পড়বে প্রায় ১৫ বিলিয়ন ডলার। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল একথা জানিয়েছে। ফরাসি প্রতিরক্ষামন্ত্রী বর্তমানে ভারত সফরে আছেন। ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার সফররত ফরাসি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সোমবার বৈঠক করেছেন বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সিতানশু কর জানান। তিনি বলেন, দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী রাফাল যুদ্ধবিমান কেনাসহ দেশ দুটির মধ্যকার অন্যান্য প্রতিরক্ষা বিষয়ে আলোচনা করেছেন। ফ্রান্সের কাছ থেকে রাফাল যুদ্ধবিমান কেনার বিষয়টি শীঘ্রই চূড়ান্ত করা হবে। ফ্রান্স সরকার ও ফরাসি কোম্পানি ডাসল্ট এভিয়েশন কয়েক বছর ধরেই রাফাল যুদ্ধবিমান বিদেশে বিক্রির জন্য চেষ্টা চালাচ্ছে। ভারতের নিকট বিক্রির বিষয়টি চূড়ান্ত হলে বিদেশি কোনো রাষ্ট্রের কাছে এ ধরনের যুদ্ধবিমান বেচার ঘটনা এটাই হবে প্রথম। দ্য হিন্দু।

সর্বশেষ খবর