বুধবার, ৩ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

আইএসের 'ডার্টি বম্ব'

তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএস 'ডার্টি বম্ব' নামের পরমাণু বোমা বানানোর দাবি করেছে। এ জাতীয় পরমাণু অস্ত্র তৈরিতে ইরাকের মসুল বিশ্ববিদ্যালয় থেকে হাতিয়ে নেওয়া ৪০ কিলোগ্রাম ইউরেনিয়াম ব্যবহার করা হয়েছে। গত জুনে ওই ইউরেনিয়াম আইএসের হস্তগত হয়েছিল। ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মিরর এ বোমা তৈরির খবরটি দিয়েছে। খবরে বলা হয়েছে, ডার্টি বোমা লন্ডনে ফাটানো হলে পরিণাম কী হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা নিয়ে গর্ব করেছে তাকফিরিরা। যারা এসব হুমকি দিয়েছেন তাদের মধ্যে রয়েছেন ব্রিটিশ বিস্ফোরক বিশেষজ্ঞ হুমায়ুন তারিক। তাকফিরিদের সঙ্গে যোগ দেওয়ার জন্য ২০১২ সালে ব্রিটেন ত্যাগ করেছিলেন তিনি এবং বর্তমানে সিরিয়ায় ব্রিটিশ তাকফিরিদের প্রশিক্ষণ দিচ্ছেন। প্রচলিত বিস্ফোরকের সঙ্গে তেজস্ক্রিয় উপাদান মিশিয়ে 'ডার্টি বম্ব' তৈরি করা হয়। বিস্ফোরণের মাধ্যমে ব্যাপক এলাকায় তেজস্ক্রিয় উপাদান ছড়িয়ে দিয়ে দীর্ঘমেয়াদি প্রাণঘাতী পরিবেশ তৈরি করাই এ বোমার লক্ষ্য। এদিকে গত বছরের আগস্টে সিরিয়ায় হামলা চালানোর সময়ে ওই সন্ত্রাসী গোষ্ঠীটি রাসায়নিক অস্ত্রও ব্যবহার করেছিল। আল-জাজিরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর