শিরোনাম
শনিবার, ১০ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

রাজনীতিতে নিষিদ্ধ হচ্ছেন ইংলাক?

রাজনীতিতে নিষিদ্ধ হচ্ছেন ইংলাক?

দুর্নীতির অভিযোগে থাইল্যান্ডের একটি আদালতে হাজিরা দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। চালের ভর্তুকি নিয়ে দুর্নীতির করা একটি মামলায় গতকাল আদালতে হাজির হন তিনি। অভিশংসনের অভিযোগে আদালতে মামলার শুনানিও চলছিল। যদিও তিনি প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় নেই। অভিযোগ প্রমাণিত হলে রাজনীতি থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন ইংলাক। এটি দেশের রাজনৈতিক বিভক্তি আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আদালতে ইংলাক বলেন, আমি সততা ও আইনের মাধ্যমে দেশ চালিয়েছি। তার বিরুদ্ধে আনা ধানচাষ প্রকল্পে ভর্তুকি প্রদানকেন্দ্রিক বিপুল অংকের দুর্নীতির অভিযোগ অস্বীকার করেন ইংলাক। আগে প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকার দুর্নীতির কথা বলা হলেও, অভিযোগকারীরা বলছেন, ইংলাকের বিরুদ্ধে মোট প্রায় সাড়ে ১১ হাজার কোটি টাকার গরমিল সৃষ্টি হয়েছে। অভিশংসনকে অর্থহীন মনে করেন ইংলাক। তিনি বলেন, 'এ ধরনের নিয়ম রক্ষাসূচক কর্মকাণ্ডের আর কোন প্রয়োজন নেই। আমি প্রধানমন্ত্রিত্ব থেকে ইতোমধ্যে অপসারিত হয়েছি। থাইল্যান্ডের পার্লামেন্টে মোট ২৫০টি আসন রয়েছে। ইংলাকের অভিশংসনের আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে অভিশংসনের পক্ষে তিন-পঞ্চমাংশ সমর্থন প্রয়োজন। চলতি জানুয়ারি মাসের শেষ নাগাদ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান করবে থাইল্যান্ডের বর্তমানের বিচার ব্যবস্থা। বিবিসি।

 

সর্বশেষ খবর