শনিবার, ১০ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা
এয়ার এশিয়ার বিমান ট্র্যাজেডি

ব্ল্যাকবক্সে সংকেত শনাক্ত

ব্ল্যাকবক্সে সংকেত শনাক্ত

বিধ্বস্ত এয়ার এশিয়া ফ্লাইট ৮৫০১-এর ব্লাকবক্সে সংকেত শনাক্ত করা সম্ভব হয়েছে। ইন্দোনেশিয়ার একজন ঊর্ধ্বতন তল্লাশি কর্মকর্তা এএফপিকে একথা বলেন। পাংকালান বুনের তল্লাশি সদর দফতরে দায়িত্বরত এসবি সুপ্রিয়াদি বলেন, 'একটি জাহাজ সংকেতটিকে শনাক্ত করেছে। ডুবুরিরা সেখানে পৌঁছতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।' তিনি আরও বলেন, 'যেখানে বিমানের লেজের অংশটি পাওয়া গিয়েছিল, তার কাছ থেকেই সংকেতটি পাওয়া যাচ্ছে।' তিনি জানান, ধারণা করছি ব্লাকবঙ্টি আবর্জনার ভেতরে বা সমুদ্রতলের কাদার নিচে আটকে পড়েছে। এ কারণে ব্লাকবঙ্টির নির্দিষ্ট স্থান নির্ধারণ করতে সমস্যা হচ্ছে। এয়ার এশিয়ার এ৩২০-২০০ নামের বিমানটি সপ্তাহ দুয়েক আগে ১৬২ জন আরোহী নিয়ে পূর্ব জাভার সুরাবায়ার জুয়ান্দা বিমানবন্দর থেকে সিঙ্গাপুরে যাওয়ার পথে জাভা সাগরের ওপর দিয়ে যাওয়ার সময় বিধ্বস্ত হয়। বিমানটিতে সাতজন ক্রু ও ১৫৫ জন যাত্রী ছিল। আরোহীদের মধ্যে এখন পর্যন্ত ৪০ জনের লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে। ধারণা করা হচ্ছে বেশিরভাগ আরোহীর লাশ এখনো বিমানটির ভেরতেই রয়েছে। বিমানের লেজের যে সন্ধান পাওয়া গেছে তা এখনো উদ্ধার করা যায়নি। এএফপি।

 

 

 

সর্বশেষ খবর