শনিবার, ১০ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

পশ্চিমাদের ওপর আবার হামলার পরিকল্পনা আল-কায়েদার!

সিরিয়ায় আল-কায়েদার জঙ্গিরা পশ্চিমা দেশগুলোর ওপর গণহামলা পরিকল্পনা করছে বলে সতর্ক করেছেন যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এমআই৫) প্রধান অ্যান্ডু পার্কার। প্যারিসে সাপ্তাহিক রম্য শার্লি এবদো পত্রিকা অফিসে হত্যাকাণ্ডের পর এক বক্তৃতায় পার্কার এ কথা জানান। তার দাবি, ইউরোপ-আমেরিকার অন্যান্য দেশের মতো যুক্তরাজ্যের নিরাপত্তাও ঝুঁকির মধ্যে রয়েছে। তিনি বলেন, সিরিয়ার পশ্চিমাঞ্চলের জঙ্গিরা হামলা পরিকল্পনা কষছে। বিশেষ করে পশ্চিমাদের পরিবহন ব্যবস্থা ধ্বংস করতে চায় তারা। পার্কার আরও জানান, এর মধ্যে প্রায় ৬০০ ব্রিটিশ জঙ্গি ইরাক ও সিরিয়ায় সক্রিয় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস) যোগ দিয়েছে। যুক্তরাজ্যে বিস্তার লাভ করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর সাহায্য নিচ্ছে জঙ্গিবাদী সংগঠনগুলো। তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি ফেসবুক ও টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর প্রতি আহ্বান জানান। এএফপি।

সর্বশেষ খবর