শনিবার, ১০ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

রাজ্যপালের শাসন জারি হলো জম্মু-কাশ্মীরে

রাজ্যপালের শাসন জারি করা হলো ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে। সম্প্রতি বিধানসভার ভোটে কোনো রাজনৈতিক দল সরকার গঠনের প্রয়োজনীয় আসন জোগাড় করতে ব্যর্থ হওয়ায় জম্মু-কাশ্মীর রাজ্য সংবিধানের ৯২ ধারা অনুযায়ী গতকাল থেকেই ওই রাজ্যে রাজ্যপালের শাসন জারি হয়। গত ২৩ ডিসেম্বর জম্মু-কাশ্মীর বিধানসভার নির্বাচনের ফলাফলে ন্যাশনাল কনফারেন্স (এনসি)-এর ভরাডুবির পরদিন ২৪ তারিখই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ওমর আবদুল্লা। ৮৭ আসনবিশিষ্ট বিধানসভায় এনসি পায় মাত্র ১৫টি আসন, বিরোধী দল পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) ২৮টি এবং বিজেপি পায় ২৫টি আসন। স্বভাবতই কোনো দলই সরকার গড়ার মতো প্রয়োজনীয় সংখ্যা না পাওয়ায় সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাকেই তদারকি মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যেতে বলে রাজ্যপাল। যদিও ন্যাশনাল কনফারেন্স এবং পিডিপির নেতৃত্বের সঙ্গে পৃথকভাবে দেখা ওই রাজ্যে সরকার গঠনের চেষ্টা করলেও ব্যর্থ হয় বিজেপি। পাকিস্তানের সঙ্গে সীমান্ত সমস্যা মোকাবিলা এবং অন্যান্য প্রশাসনিক কাজের জন্য পূর্ণ সময়ের প্রশাসক প্রয়োজন বলে মনে করে বুধবার রাতেই রাজ্যপালের সঙ্গে দেখা করে পদত্যাগের ইচ্ছা জানিয়ে আসেন ওমর আবদুল্লা। এর পরই রাজ্যপাল পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার রাতে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে রিপোর্ট পাঠান। রিপোর্টে সাংবিধানিক সংকট রুখতে রাজ্যপালের শাসন শুরুর পরামর্শ দেন। গতকাল সেই নির্দেশ কার্যকর হয়।

যদিও পরবর্তীতে কোনো দল সরকার গঠন করতে পারে সেই মুহূর্তেই জম্মু-কাশ্মীর থেকে রাজ্যপাল শাসন তুলে নেওয়া হবে বলে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

সর্বশেষ খবর