শনিবার, ১০ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

'বার্ডস' খ্যাত অভিনেতা রড টেলর আর নেই

অস্ট্রেলিয়ার খ্যাতনামা অভিনেতা রড টেলর আর নেই। দুদিন আগে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে লস অ্যাঞ্জেলেসে মারা যান। তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি ১৯৬৩ সালে আলফ্রেড হিচককের বিভীষিকাময় চলচ্চিত্র 'দ্য বার্ডস'-এ অনবদ্য অভিনয়ের জন্য বিখ্যাত হন। এ ছাড়া তিনি 'দ্য টাইম মেশিন' ও 'দ্য ট্রেন রবারস'-এ অভিনয়ের জন্য নাম করেন। টেলর অতি সম্প্রতি কুইনটিন টারানটিনোর 'ইনগ্লোরিয়াস বাস্টার্ডস' ছায়াছবিতে ব্রিটেনের যুদ্ধকালীন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের ভূমিকায় অভিনয় করেন। পিপল ম্যাগাজিনের খবরে বলা হয়, টেলর নিজ বাড়িতে মারা যান। এ সময় পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন। তিনি 'ইনগ্লোরিয়াস বাস্টার্ডস' ছবিতে অভিনয়ের জন্য ২০১০ সালে স্ক্রিন অ্যাক্টর গিল্ড (এসএজি) পুরস্কার পান। টেলরের মেয়ে ফেলিসিয়া সিএনএনের সাবেক সংবাদদাতা। তিনি বলেন, 'আমার বাবা তার কাজকে ভালোবাসতেন। অভিনেতা হওয়াই ছিল তার নেশা।' মৃত্যুকালে তিনি তৃতীয় স্ত্রী ক্যারল কিকুমুরা ও মেয়ে ফেলিসিয়াকে রেখে যান। ১৯৮০ সালে তিনি কিকুমুরাকে বিয়ে করেন। এএফপি।

সর্বশেষ খবর