শনিবার, ১০ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

বোকো হারামের হামলায় নিহত শতাধিক

নাইজেরিয়ার একটি শহরে চরমপন্থি সংগঠন বোকো হারামের হামলায় শতাধিক নিহত হয়েছেন। বুধবার নাইজেরিয়ার উত্তর-পূর্বে অবস্থিত বাগা শহরটি দখল করে বোকো হারামের যোদ্ধারা। বাগা জেলার প্রধান কর্মকর্তা আব্বা হাসান জানান, লেক চাদ সীমান্তবর্তী জেলার বোকো হারাম দখলের পর কমপক্ষে ১০০ লোককে হত্যা করা হয়েছে। এরপর যোদ্ধারা বোর্নো প্রদেশের কয়েকটি শহর ও গ্রামে অগি্নসংযোগ করে। কুকাওয়া স্থানীয় সরকারের প্রধান মুসা বুকার বলেন, 'তারা (বোকো হারাম) বাগা, ডোরোন-বাগা, মাইল-৪, মাইল-৩, কাউইয়েন, কুরোস ও বান্দুরামসহ ১৬টি গ্রাম জ্বালিয়ে দিয়েছে। বাগার পলাতক বাসিন্দাদের বরাত দিয়ে তিনি বলেন, বাগার জনসংখ্যা ছিল ১০ হাজার। তবে কার্যত এটি এখন অস্তিত্বহীন হয়ে পড়েছে। এটি জ্বালিয়ে দেয়া হয়েছে। পলাতক বাসিন্দারা আরও জানিয়েছেন, তারা মৃতদের দাফন করতে পারেননি। পুরো শহরে মৃতদেহ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। নাইজেরিয়াকে ইসলামি রাষ্ট্রে পরিণত করতে ২০০৯ সাল থেকে সেনা অভিযান শুরু করে বোকো হারাম। এএফপি।

গত বছর দেশটির উত্তর-পূর্ব অংশের অনেক শহর ও গ্রামের নিয়ন্ত্রণ নেয় দলটি। বোকো হারামের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে এসব এলাকার কমপক্ষে ১৫ লাখ বাসিন্দা গৃহহীন হয়ে পড়েছে। আর মারা গেছে কমপক্ষে ২ হাজার লোক। এএফপি।

সর্বশেষ খবর