শনিবার, ১০ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

ফের জামিন পেলেন লাখভি

ফের জামিন পেলেন লাখভি

মুম্বাই হামলার পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত লস্কর-ই-তৈয়বার নেতা জাকিউর রহমান লাখভির জামিন মঞ্জুর করেছে পাকিস্তানের ইসলামাবাদের একটি নিম্ন আদালত। বৃহস্পতিবার দুই লাখ রুপি জামানতের বিনিময়ে তার জামিন মঞ্জুর করা হয়। ২০০৮ সালে মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী মনে করা হয় লাখভিকে। এ অভিযোগে তাকে গ্রেফতারও করা হয়। ছয় বছর পর গত ১৮ ডিসেম্বর লাখভির আবেদনের পরিপ্রেক্ষিতে ইসলামাবাদ হাইকোর্ট তার আটকাদেশ বাতিল ঘোষণা করে এবং তাকে মুক্তির নির্দেশ দেয়। এ ঘটনায় বিক্ষুব্ধ ভারতীয় পররাষ্ট্রমন্ত্রণালয় পাক হাইকমিশনারকে ডেকে তীব্র প্রতিবাদ জানায়। এরপর ৩০ ডিসেম্বর পাক সরকার একটি অপহরণ মামলায় গ্রেফতার দেখায় লাখভিকে। ওই মামলায় আদালত লাখভির রিমান্ড মঞ্জুর করে। সর্বশেষ দিন কয়েক আগেও দেশটির আপিল বিভাগ তার জামিনের যে নির্দেশ হাইকোর্ট দিয়েছিল সেই নির্দেশও বাতিল করে। বৃহস্পতিবার অপহরণ মামলায় লাখভির জামিন চেয়ে ইসলামাবাদের একটি নিম্ন আদালতে আবেদন জানানো হয়। আদালত দুই লাখ টাকা জামানতের বিনিময়ে লাখভির জামিন মঞ্জুর করেন। তবে লাখভির আইনজীবী জানান, আগামী দুই একদিনের মধ্যে জামানতের টাকা জমা দেওয়া হবে। তবে গণআদেশ রক্ষার অধীনে লাখভির বিরুদ্ধে এক মাসের আটকাদেশ থাকায় শিগগিরই তার মুক্তি সম্ভব নয়।

পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, আদালত একটি মামলায় লাখভির জামিন দিলেও লাখভির মুক্তি পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।তাকে হয়তো আরেকটি গণআদেশ রক্ষার মাধ্যমে অথবা অন্যকোন মামলায় গ্রেফতার দেখানো হবে। টাইমস অব ইন্ডিয়া।

 

 

 

সর্বশেষ খবর