রবিবার, ১ মার্চ, ২০১৫ ০০:০০ টা

গুজরাটে সোয়াইন ফ্লুতে আরও ১০ জনের মৃত্যু

গুজরাটে সোয়াইন ফ্লুতে আরও ১০ জনের মৃত্যু

ভারতের গুজরাট রাজ্যে সোয়াইন ফ্লুতে আক্রান্ত রোগীর মধ্য থেকে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। ২০১৫ সালের জানুয়ারি থেকে এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭৫ জনে।

রবিবার রাজ্য সরকারের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে।

রবিবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, এদিন ১০ জনের মৃত্যু ছাড়াও গোটা রাজ্যে এইচ১এন১ ভাইরাসে আক্রান্ত নতুন ২৪৭ জনকেশনাক্ত করা হয়েছে। সরকারি তথ্য মতে, গুজরাট রাজ্যে এ দিয়ে সোয়াইন ফ্লুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৬১৪ জনে।

রাজ্য সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘রবিবার আহমেদাবাদে ২জন এবং সুরাট, আনন্দ, ভবনগর, জামনাগার, ভারুচ, আরভালি, নাভসারি ও পোরবান্দার জেলায় একজন করে মারা গেছে। ফলে মৃতের সংখ্যা ২৭৫ জনে পৌঁছেছে এবং ২৪৭ জনকে নতুন করে শনাক্ত করা হয়েছে।’

সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, জানুয়ারি থেকে এ পর্যন্ত তিন হাজারের বেশী রোগী এই ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছে।

বিডি-প্রতিদিন/০১ মার্চ, ২০১৫/মাহবুব

সর্বশেষ খবর