মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫ ০০:০০ টা
মুক্তি পেয়েছে ১৯ খ্রিস্টান

ইরাকে আইএসবিরোধী অভিযান

আইএস (ইসলামিক স্টেট) সদস্যদের হটাতে উত্তর ইরাকের সালাহউদ্দিন প্রদেশে অভিযান চালানো শুরু করেছে সেনাবাহিনী। দেশটির প্রধানমন্ত্রী রবিবার এ অভিযান পর্যবেক্ষণে প্রদেশটিতে যান। সালাহউদ্দিন প্রদেশের সামারা শহরে পৌঁছে প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি প্রদেশটিকে 'সন্ত্রাসীদের নিপীড়ন'মুক্ত করার ঘোষণা দেন। এদিকে উত্তর-পূর্ব সিরিয়ায় ১৯ অ্যাসিরীয় খ্রিস্টানকে মুক্তি দিয়েছে আইএস (ইসলামিক স্টেট)। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস রবিবার এক অ্যাসিরীয় কামান্ডারের বরাতে এ তথ্য জানিয়েছে। মুক্তি পাওয়াদের মধ্যে ১৬ জন পুরুষ ও তিনজন নারী।

আইএস সদস্যদের ওপর হামলার জন্য তাইগ্রিস নদীর কাছে সামারাকে ঘিরে অবস্থান করছেন দেশটির হাজারো সেনা সদস্য, শিয়া বেসামরিক বাহিনীর যোদ্ধা ও সুন্নি গোত্রের সদস্যরা। দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে বার্তা সংস্থা রয়টার্সকে জানানো হয়েছে- তিকরিতে বড় ধরনের অভিযান চালানোর জন্য প্রায় দুই হাজার শিয়া যোদ্ধা শহরটির কাছে অবস্থান করছেন। সালাহউদ্দিনের গভর্নর রাইদ জাবুরি জানান, গত সপ্তাহে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও হাশিদ শাবি বাহিনীর মোট পাঁচ হাজার যোদ্ধা এ অভিযানে যোগ দিয়েছেন। গত বছর শুরু হওয়া এ অভিযানে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট বিমান হামলার মাধ্যমে সহায়তা করছে বলে ধারণা করা হচ্ছে। ইরাক ও সিরিয়ায় আইএস দমনে বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট। আলজাজিরা।

 

সর্বশেষ খবর