মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫ ০০:০০ টা

বেসুরে মুফতিকে নিয়ে বিপাকে বিজেপি

'কাশ্মীরে যাতে নির্বাচন সুষ্ঠুভাবে হয় তার জন্য পাকিস্তান, পাক জঙ্গি কাশ্মীরের হুরিয়তদের কৃতিত্ব দিতে হয়। ভোটের মতো অনুকূল পরিবেশ তারা তৈরি করে দিয়েছিল'। জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই এ মন্তব্য করেন মুফতি মুহম্মদ সাঈদ। আর তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে উত্তাল হয়ে উঠেছে ভারতের সংসদ। গত রবিবার সকালেই বিজেপি ও পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)-এর জোট সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মুফতি আর দুপুরেই এই মন্তব্য করেন। অনেকে তার এই মন্তব্যকে পাকিস্তান প্রীতি বলে মন্তব্য করেছেন। সমালোচনা করতে ছাড়ছেন না রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। মুফতির ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই গতকাল উত্তাল হয়ে ওঠে লোকসভার অধিবেশন। অধিবেশনের শুরুতেই মুফতির মন্তব্যের কড়া সমালোচনা করে স্লোগান পাল্টা স্লোগান দিতে থাকে।

সর্বশেষ খবর