রবিবার, ১৯ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

মিলল না মোদির পোশাক-খাতের হিসাব

মিলল না মোদির পোশাক-খাতের হিসাব

দেশের গণ্ডী পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে তার স্টাইল চর্চার খবর। ফ্যাশন সচেতনতায় মার্কিন ফার্স্ট লেডিকেও নাকি হার মানিয়ে দেন তিনি! কিন্তু তার ওয়ার্ডরোবের পেছনে সরকারকে ঠিক কত টাকা ঢালতে হয়, সে তথ্য অন্ধকারেই রয়ে গেল।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পোশাকের জন্য সরকারি খাতে কত খরচ হয়, তা জানতে চেয়ে তথ্য জানার অধিকার আইনে আবেদন করেছিলেন রোহিত কুমার নামে এক যুবক। 

কিন্তু প্রধানমন্ত্রীর দপ্তরে এরকম কোনো তথ্য নেই বলে সেন্ট্রাল পাবলিক ইনফরমেশন অফিসার তরফে জানিয়ে দেওয়া হয়েছে। 

এই উত্তরকে চ্যালেঞ্জ জানিয়ে ফের আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন রোহিত কুমার। তার বক্তব্য, প্রধানমন্ত্রীর ওয়ার্ডরোবের খরচ যখন সরকারি তরফে মেটানো হয়, তখন সেই খরচের হিসেবের রেকর্ড নিশ্চয় থাকবে।

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মার্কিন প্রেসিডেন্টের ভারত সফরে মোদির দশলাখি স্যুট বিশেষ নজর কেড়েছিল। 

সারা গায়ে প্রধানমন্ত্রীর নাম লেখে সেই স্যুট নিয়ে বিতর্কও কম হয়নি। ফের এমন বিতর্ক এড়াতেই কি প্রধানমন্ত্রীর পোশাক খাতে খরচ প্রকাশ করা গেল না?

বিডি-প্রতিদিন/১৯এপ্রিল,২০১৫/নাবিল

সর্বশেষ খবর