রবিবার, ১৯ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

রামাদি ছেড়ে পালাচ্ছে হাজারো ইরাকী

রামাদি ছেড়ে পালাচ্ছে হাজারো ইরাকী

সংঘর্ষের ভয়ে ইরাকের রামাদি শহর থেকে পালানো শুরু করেছে হাজারো বাসিন্দা। আনবার প্রদেশের রাজধানীটির কাছে আইএস (ইসলামিক স্টেট) যোদ্ধাদের এগিয়ে আসা ও অব্যাহত সংঘর্ষের পরিপ্রেক্ষিতে লোকজন শহরটি ছেড়ে চলে যাচ্ছে।

জাতিসংঘ জানিয়েছে, আইএস ও ইরাকী বাহিনীর সঙ্গে চলমান সংঘর্ষের কারণে রামাদি ও এর আশপাশ থেকে ইতোমধ্যে ৪ হাজারেরও বেশি পরিবার পালিয়েছে।

জাতিসংঘের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বেশিরভাগ পরিবারই অল্পকিছু উপকরণ নিয়ে বাড়ি ছাড়ছে। এ কারণে পথিমধ্যে বৈরী পরিবেশ ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে অনেকে মারা যাচ্ছে। মৃতদের মধ্যে নবজাতকরাও রয়েছে।

এক বছরেরও বেশি সময় ধরে রামাদির নিকটস্থ ফাল্লুজা শহরের নিয়ন্ত্রণ রয়েছে আইএস সদস্যদের হাতে। গত বুধবার সংগঠনটির সদস্যরা রামাদির পূর্বপ্রান্তের তিনটি গ্রামের দখল নেয়।

আইএস যোদ্ধারা রামাদির দিকে এগিয়ে এলেও শহরটি এখনো ইরাকী বাহিনীর দখলে রয়েছে বলে দাবি করেছে বিশেষ বাহিনী। 

বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়েছে, আইএস সদস্যদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানোয় পরিস্থিতির উন্নতি ঘটেছে।

এদিকে কিরকুকে কুর্দি পেশমার্গা বাহিনী আইএসের কাছ থেকে দুটি গ্রামের পুনর্দখল নিয়েছে বলে জানানো হয়েছে।

বিডি-প্রতিদিন/১৯এপ্রিল,২০১৫/নাবিল
 

সর্বশেষ খবর