সোমবার, ২৭ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৩,৪৩২

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৩,৪৩২

গত আশি বছরের মধ্যে গত শনিবারের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে নেপালে মৃতের সংখ্যা দিন যত গড়াচ্ছে ততই বেড়ে চলেছে। আজ সোমবার এখন পর্যন্ত ৭.৯ মাত্রার এ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩,৪৩২ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো ৬,৫২৫ জন। নেপাল সরকারের মুখপাত্র ঢাকাল আজ সোমবার একথা জানিয়েছেন। এছাড়া পার্শ্ববর্তী দেশগুলোতেও এ ভূমিকম্পের প্রভাবে বেশ কিছু প্রাণহানি হয়েছে। এর মধ্যে ভারতে ৬২ জন, চীনে ২০ জন ও বাংলাদেশে ৩ ব্যক্তির মৃত্যু হয়েছে। খবর সিএনএন'র

শনিবার ২৫ এপ্রিল বাংলাদেশ সময় সকাল সোয়া ১২টার দিকে ৭.৯ মাত্রার এ ভূমিকম্পটি অাঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল পোখারা শহরের ৮০ কিলোমিটার পূর্বে। শক্তিশালী এ ভূমিকম্পে দেশটির রাজধানী কাঠকান্ডু মৃত্যুপরীতে পরিণত হয়। এতে শহরটির বেশ কিছু ঐতিহাসিক স্থাপনা ও দর্শনীয় স্থান সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এখনো অনেক মানুষ রাস্তায় খোলা আকাশের নিচে রাত্রী যাপন করছে।

এদিকে, ভূমিকম্পের তৃতীয় দিনেও আজ উদ্ধার তৎপরতা অব্যাহত আছে। যুক্তরাষ্ট্র, চীন, ভারতসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ দল এ অভিযানে শামিল হয়েছেন। বাংলােদেশও একটি বিশেষজ্ঞ দল পাঠিয়েছে। সময় যত গড়াচ্ছে নিহতের সংখ্যা ততই বৃ্দ্ধি পাচ্ছে। হতাহতের সংখ্যা অারেে বাড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

বিডি-প্রতিদিন/ ২৭ এপ্রিল ২০১৫/শরীফ

সর্বশেষ খবর