বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা

অবশেষে ফাঁসি হচ্ছে মেননের

অবশেষে ফাঁসি হচ্ছে মেননের

ভারতের সুপ্রিমকোর্ট প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দিলেই আগামী ৩০ জুলাই মুম্বাই বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত ইয়াকুব মেননের ফাঁসির সাজা কার্যকর করা হবে। মুম্বাইয়ের সন্ত্রাস-বিরোধী আদালত ইতিমধ্যেই ৫৩ বছর বয়সী মেননের বিরুদ্ধে ফাঁসির সাজা কার্যকর করার জন্য ওয়ারেন্ট ইস্যু করেছে। বর্তমানে মহারাষ্ট্রের নাগপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী আছে মেনন। ১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বাইয়ে কয়েক ঘণ্টার মধ্যে সিরিয়াল বিস্ফোরণে ২৫০ জন প্রাণ হারিয়েছিলেন। আহত হয়েছিলে ৭০০-এর বেশি মানুষ। ওই বিস্ফোরণের সঙ্গেই জড়িত ছিলেন চাটার্ড অ্যাকাউটেন্ট ইয়াকুব মেনন। ২০০৭ সালেই মেননকে দোষী সাব্যস্ত করে তার ফাঁসির সাজা ঘোষণা করে টেরোরিস্ট অ্যান্ড ডিসরাপটিভ অ্যাক্টিভিটিস (প্রিভেনশন) অ্যাক্ট বা টাডা আদালত। কিন্তু নিম্ন আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে প্রথমে মুম্বাই হাইকোর্ট এবং পরবর্তীতে সুপ্রিমকোর্টে গেলে সেই আবেদন খারিজ হয়ে যায়। এরপর রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে প্রাণভিক্ষা চান মেনন। চলতি বছরের শুরুতেই রাষ্ট্রপতিও মেননের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দিয়ে মহারাষ্ট্র সরকারকে তার ফাঁসি কার্যকরার জন্য দিন স্থির করার কথা বলেন। সবশেষে ফাঁসি থেকে অব্যাহতি পেতে দেশটির শীর্ষ আদালতের কাছে 'কিওরেটিভ পিটিশন' দাখিল করেন মেনন। চলতি মাসেই শীর্ষ আদালত সেই আবেদনের ভিত্তিতে তার বক্তব্য পেশ করতে পারে।

ভারতীয় গণমাধ্যম বলছে, মেননের ফাঁসি একপ্রকার নিশ্চিত। ফাঁসি কার্যকর করার জন্য ইতিমধ্যেই অনুমতি দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। মেননের পরিবারকেও তা জানিয়ে দেওয়া হয়েছে। যদিও আদালত নির্দেশ দিলে প্রয়োজনে ফাঁসির দিন পরিবর্তন হতে পারে।

 

সর্বশেষ খবর