শিরোনাম
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা

নেপাল পুনর্গঠনে প্রয়োজন ৮২ হাজার কোটি রুপি

ভূমিকম্পে বিধ্বস্ত গোটা নেপাল। ঘর-বাড়ি নেই, মানুষের রোজগার নেই। এ অবস্থায় দেশটির পুনর্গঠনে প্রয়োজন বিপুল সাহায্য। দেশটিতে চলতি অর্থবছরের বাজেট ঘোষণা হয়েছে মঙ্গলবার। সেখানেই অর্থমন্ত্রী রামশরণ মাহত জানান, অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে তাদের লাগবে ৮১ হাজার ৯০০ কোটি রুপি। ভূমিকম্পের পর যারা দারিদ্রসীমার নিচে বসবাস করতে বাধ্য হচ্ছে, তাদের জন্য কর্মসংস্থান করতে চায় নেপাল সরকার। পুনর্বাসন ও পুনঃনির্মাণের উপর জোর দেওয়ার কথাও উল্লেখ করেন অর্থমন্ত্রী। কৃষির জন্য বরাদ্দ ২ হাজার ৬০০ কোটি। এএফপি।

সর্বশেষ খবর