বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০১৫ ০০:০০ টা

রাজীব হত্যার আসামিদের ফাঁসি নয়, যাবজ্জীবন

রাজীব হত্যার আসামিদের ফাঁসি নয়, যাবজ্জীবন

রাজীব গান্ধী

শেষ পর্যন্ত ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজিব গান্ধী হত্যাকাণ্ডে তিন আসামির ফাঁসি হচ্ছে না। তাদের যাবজ্জীবন সাজাই বহাল রেখেছেন আদালত। এর আগে তিনজনের ফাঁসি চেয়ে আবেদন করেছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু সেই আর্জি খারিজ করে দিয়েছে দেশটির শীর্ষ আদালত। গত বছরের ১৮ ফেব্রুয়ারি সান্থান, মুরুগান এবং পেরারিভালানের মৃত্যুদণ্ড খারিজ করে যাবজ্জীবনের নির্দেশ দেওয়া হয়। তাদের প্রাণভিক্ষার আবেদনে কেন্দ্রের গড়িমসির কারণেই এ নির্দেশ দেন সুপ্রিমকোর্ট। ১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুর শ্রীপেরুমপুদুরে একটি জনসভায় তামিল টাইগারদের আত্দঘাতী হামলায় নিহত হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী রাজিব গান্ধী। ১৯৯৯ সালে এই হত্যাকাণ্ডের চক্রান্তে জড়িত থাকার অভিযোগে এলটিটিইর সদস্য শ্রীলঙ্কার নাগরিক মুরুগান ও সান্থন এবং তামিলনাড়ুুর পেরারিভালানকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন সুপ্রিমকোর্ট। মুরুগানের স্ত্রী নলিনীকে প্রথমে চরম দণ্ড দেওয়া হলেও পরে তা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড করা হয়। সুপ্রিমকোর্টের ওই রায়ের পরই সাংবিধানিক বিধি মেনে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানান ওই তিনজন। এএফপি।

 

সর্বশেষ খবর