বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০১৫ ০০:০০ টা

কুর্দিদের সঙ্গে শান্তি প্রক্রিয়া সম্ভব নয় : তুরস্ক

কুর্দি জঙ্গিদের সঙ্গে শান্তি প্রক্রিয়া চালিয়ে যাওয়া সম্ভব নয়। তুরস্কের প্রেসিডেন্ট রেসেফ তায়েপ এরদোয়ান এ কথা জানিয়েছেন। একই সঙ্গে কুর্দিদের সঙ্গে সম্পৃক্ততা আছে এমন রাজনীতিবিদদের বিচার থেকে অব্যাহতি কেড়ে নেওয়ার জন্য পার্লামেন্টকে আহ্বান জানিয়েছেন তিনি। তুরস্কের বিমান বাহিনী ইরাকের উত্তরাঞ্চলে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) শিবিরগুলোতে বিমান হামলা চালানোর কয়েকদিন পর এরদোয়ান একথা বললেন। পিকেকে বলেছে, সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে হামলার পাশাপাশি কুর্দিদের ওপর যে বিমান হামলা শুরু হয়েছে তাতে শান্তি প্রক্রিয়া অর্থহীন হয়ে পড়েছে। ওদিকে, আঙ্কারায় তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, আমাদের জাতীয় ঐক্যে যারা হুমকি হয়ে আছে তাদের সঙ্গে শান্তি প্রক্রিয়া চালিয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। এএফপি।

সর্বশেষ খবর