বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০১৫ ০০:০০ টা

ইয়াকুব মেমনের মৃত্যুদণ্ড বহাল

মুম্বাই হামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ইয়াকুব মেমনের ফাঁসির আদেশেই বহাল রেখেছে দেশটির সুপ্রিম কোর্ট। ফাঁসির নির্দেশে স্থগিতাদেশের আর্জি খারিজ করে দিয়ে গতকাল তিন সদস্যের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেন, টাডা কোর্টের ইস্যু করা মৃত্যু পরোয়ানায় কোনো গলদ নেই। প্রক্রিয়ায় গলদ ছিল, অতএব তার ফাঁসির নির্দেশ রদ করা হোক, ইয়াকুব মেমনের এই আর্জি খারিজ করে দিল। ফলে আজ তার ফাঁসি কার্যকর হচ্ছে। ১৯৯৩-এর মুম্বাই বিস্ফোরণে প্রায় আড়াইশো মানুষ মারা যান। ওই বিস্ফোরণে মূল অভিযুক্ত এই ইয়াকুম মেমন। এ দিন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের কাছে ওই বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের পরিবারের সদস্যেরা দেখা করেন। তাদের দাবি, মেমনকে ফাঁসি দেওয়া হোক। বিবিসি,টাইমস অব ইন্ডিয়া।

সর্বশেষ খবর