বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০১৫ ০০:০০ টা

ইয়াকুব মেমনের ফাঁসি কার্যকর

ইয়াকুব মেমনের ফাঁসি কার্যকর

মুম্বাইয়ে বোমা হামলার মামলায় মৃত্যদণ্ডপ্রাপ্ত আসামি ইয়াকুব মেমনের ফাঁসি কার্যকর করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৭টায় ভারতের নাগপুর কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয়। কারাগার সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

১৯৯৩ সালে মুম্বাইয়ের বিভিন্ন স্থানে বোমা হামলায় ২৫৭ জন নিহত হন। ওই হামলার সঙ্গে মেমনের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়।

এরআগে ২০১৪ সালের মে মাসে মৃত্যুদণ্ড মওকুফ চেয়ে তার পক্ষে পাঠানো আবেদন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি খারিজ করে দেন। সেবার ইয়াকুবের ভাই আবেদন করেছিলেন।

এবার মেমন নিজের করা আবেদনে মৃত্যুদণ্ডের সাজার বদলে যাবজ্জীবন দণ্ডের আবেদন জানান। বুধবার ওই আবেদনের শুনানি শেষে তা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।

মুম্বাই বোমা হামলার প্রধান আসামি ইয়াকুব মেমনের ভাই  টাইগার মেমন ও মাফিয়া ডন দাউদ ইব্রাহিম ১৯৯৩ সাল থেকে পলাতক রয়েছেন।

বিডি-প্রতিদিন/ ৩০ জুলাই ১৫/ সালাহ উদ্দীন 

 

সর্বশেষ খবর