শনিবার, ১০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে ফের উত্তপ্ত যুক্তরাষ্ট্র

মার্কিন সিনেটে বৃহস্পতিবার নাগরিকদের আগ্নেয়াস্ত্র রাখার ওপর নিয়ন্ত্রণ আরোপের জন্য নতুন আইন করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে মার্কিন সমাজে বিতর্ক তুঙ্গে। এ নিয়ে ফের উত্তপ্ত দেশটির রাজনৈতিক অঙ্গন। ডেমোক্র্যাটরা এর পক্ষে থাকলেও জোর আপত্তি তুলেছেন রিপাবলিকানরা। আসছে নির্বাচনে প্রার্থীদের জন্য এটিও একটি ইস্যু হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রের সংবিধানে নাগরিকদের নিরাপত্তার জন্য আগ্নেয়াস্ত্র রাখার অধিকার দেওয়া হয়েছে। একের পর এক হত্যাকাণ্ডের পর এ অধিকার নিয়ে নতুন ভাবনা শুরু হয়েছে। বিতর্ক শুরু হয়েছে সংবাদমাধ্যমেও। গত সপ্তাহে অরিগনে স্কুলে ঢুকে যুবকের গুলিতে ৯ জন নিহত হওয়ার পর নড়েচড়ে বসেছেন আইনপ্রণেতারা। বারাক ওবামা আবারও আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের কথা বলেছেন। তবে রক্ষণশীলরা নাগরিকদের আগ্নেয়াস্ত্র রাখার ব্যাপারে কড়াকড়ি না করার পক্ষে। এই বিতর্কের মধ্যেই নিউইয়র্ক থেকে নির্বাচিত ডেমোক্র্যাট সিনেটর চার্লস শুমার এবং একই দলের মিশিগান থেকে নির্বাচিত সিনেটর ডেবি স্টাবেনো আমেরিকার নাগরিকদের আগ্নেয়াস্ত্র সংগ্রহ এবং বহনের ওপর নিয়ন্ত্রণ আরোপের জন্য আইন প্রস্তাব খসড়া করেছেন। তারা আশা করছেন, নাগরিকদের জন্য কল্যাণকর একটি আইন প্রণয়ন করতে পারবেন। এতে পুরনো আইনের ফাঁকফোকর বন্ধ করার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট বারাক ওবামা এর আগেই অভ্যন্তরীণ আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের জন্য আইনপ্রণেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। -এএফপি।

সর্বশেষ খবর