শনিবার, ১০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

লিবিয়ায় জাতীয় সরকারের প্রস্তাব জাতিসংঘের

লিবিয়ার অচলাবস্থা নিরসরণে জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন জাতিসংঘের বিশেষ দূত। গত বছর থেকে লিবিয়া দুটি প্রতিদ্বন্দ্বী সরকার রয়েছে। যার একটি ত্রিপোলিতে ইসলামি গোষ্ঠী সমর্থিত সরকার ও অপরটি দেশটির পূর্বাঞ্চলে আন্তর্জাতিকভাবে সমর্থিত সরকার। জাতিসংঘের দূত বার্নারডিনো লিয়ন বৃহস্পতিবার মরক্কোতে করা এক সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যের সরকারের বিষয়ে বলেছেন, ত্রিপোলিভিত্তিক প্রশাসনের সদস্য ফায়েজ সাররাজকে দেশটির প্রধানমন্ত্রী করা হতে পারে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর তিনজন ডেপুটি নিয়োগ করা হবে দেশটির পূর্ব, পশ্চিম ও দক্ষিণ থেকে। তাদের সঙ্গে দুইজন মন্ত্রী নিয়োগের মাধ্যমে প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সম্পন্ন করা হবে। তারা একটি টিম হিসেবে কাজ করবে। যদিও কাজটা কঠিন। তবে এ প্রক্রিয়া সফল করা সম্ভব। তবে বিষয়টিতে দেশটির দুই পরস্পরবিরোধী সরকারকেই একমত হতে হবে। শান্তি আলোচনায় মধ্যস্থতাকারীদের প্রস্তাবিত ঐক্যের সরকারের তালিকা বিষয়ে দুই পক্ষেরই ঐকমত্যে পৌঁছাতে হবে। কিন্তু দেশটির বেশির ভাগ এমপিই জাতিসংঘের এ পরিকল্পনার বিষয়ে সংশয় প্রকাশ করেছেন। এএফপি।

সর্বশেষ খবর