শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

সিআইএ প্রধানের ই-মেইল ফাঁস

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান জন ব্রেনানের ব্যক্তিগত বেশকিছু ই-মেইল ফাঁস করেছে উইকিলিকস, যার মধ্যে ২০০৭ সালে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট ৪৭ পৃষ্ঠার একটি খসড়া নথিও রয়েছে। বিবিসি বলছে, বুধবার নিজেদের টুইটার অ্যাকাউন্টে উইকিলিকস ব্রেনানের ই-মেইল থেকে পাওয়া ছয়টি নথি ফাঁস করেছে। ২০১৩ সালে ব্রেনান সিআইএ’র প্রধান নিযুক্ত হন। এর আগের চার বছর তিনি রাষ্ট্রপতির ‘অভ্যন্তরীণ নিরাপত্তা ও সন্ত্রাসবাদ’ বিষয়ক সহকারী হিসেবে কাজ করেছেন। উইকিলিকস প্রকাশ করার আগে সোমবার ‘ক্র্যাকা’ নামে এক টুইটার অ্যাকাউন্ট থেকে ব্রেনানের ব্যক্তিগত ‘এওএল’ ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক করার দাবি করে বেশ কয়েকটি সম্পাদিত ছবি প্রকাশ করা হয়, যেগুলোতে সরকারি  গোপন তথ্য থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশনীতির ওপর ক্ষিপ্ত ও ফিলিস্তিনের প্রতি সহমর্মী ওই ‘অমুসলিম’ হ্যাকারের বয়স ১৩ এবং সে মাধ্যমিক স্কুলের ছাত্র বলে তাদের কাছে দাবি করেছে। সিডব্লিউএ’র প্রকাশিত ই-মেইলগুলোতে বেশ কয়েকজন শীর্ষ মার্কিন গোয়েন্দার পরিচিতি ও সন্ত্রাসবাদী যুদ্ধে জড়িত সন্দেহে আটক ব্যক্তিদের ওপর চালানো ‘নিষ্ঠুর জিজ্ঞাসাবাদ পদ্ধতির সারমর্ম’ রয়েছে বলে ওয়াশিংটন পোস্ট জানায়। পরে উইকিলিকসের ফাঁস করা ই-মেইলে দেখা যায়, জিজ্ঞাসাবাদ পদ্ধতি নিয়ে ২০০৮ সালে সিনেট সিলেক্ট কমিটির চেয়ারম্যান তার বোর্ডের অন্য সদস্যদের কাছে  যে চিঠি পাঠিয়েছেন তা ব্যক্তিগত ই-মেইলে স্থানান্তর করেন ব্রেনান।

সর্বশেষ খবর