শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী অমরাবতী

কলকাতা প্রতিনিধি

ভারতের অন্ধ্রপ্রদেশের রাজধানীর মর্যাদা পেল অমরাবতী। গত বছরই অন্ধ্রপ্রদেশ ভেঙে পৃথক রাজ্য হিসেবে জন্ম নেয় তেলেঙ্গানা। সে সময় ঠিক হয় আগামী ১০ বছর হায়দারাবাদই হবে দুই রাজ্যের (অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা) রাজধানী। কিন্তু পরবর্তী সময়ে হায়দারাবাদকে শুধুমাত্র তেলেঙ্গানার রাজধানী হিসেবেই রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরিবর্তে অন্ধ্রপ্রদেশকে নতুন রাজধানী দেওয়া হবে বলে স্থির করা হয়। তারই ধারাবাহিকতায় গতকাল  নতুন রাজধানীর মোড়ক উম্মোচন করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডুসহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল ই.এস.এল নরসিমহন, রাজ্যটির মুখ্যমন্ত্রী চন্দ বাবু নাইডু, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে.চন্দ্রশেখর রাও, ১৪টি দেশের রাষ্ট্রদূত, ভারতের শীর্ষ রাজনীতিবিদ, বিচারক, শিল্পপতি সেলেব্রিটি থেকে সাধারণ মানুষ।

সর্বশেষ খবর