শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

ফিলিস্তিনি শিশুদের ওপর নির্বিচারে সহিংসতা চালাচ্ছে ইসরায়েল

ফিলিস্তিনি শিশুদের ওপর নির্বিচারে সহিংসতা চালাচ্ছে ইসরায়েল

ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি শিশুদের ওপর ‘নির্বিচারে সহিংসতা’ চালাচ্ছে বলে উল্লেখ করেছে মানবাধিকার সংস্থাগুলো। চলতি মাসে ইসরায়েলি বাহিনীর হাতে এরই মধ্যে ১০ ফিলিস্তিনি শিশু নিহতের পর সংস্থাগুলো এ মন্তব্য করল। ডিফেন্স ফর চিল্ড্রেন ইন্টারন্যাশনাল (ডিসিআই) ফিলিস্তিনের অ্যাটর্নি ও ইন্টারন্যাশনাল অ্যাডভোকেসি অফিসার ব্রাড পার্কার বলেন, ‘ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের ওপর সহিংস আক্রমণ ক্রমশ বাড়িয়ে চলছে। তাদের  আক্রমণের শিকার হচ্ছে ফিলিস্তিনি শিশুরা।’ জাতিসংঘের মানবতাবিষয়ক সমন্বয় বিভাগের তথ্যমতে, পশ্চিম তীর ও গাজায় গত ৬ থেকে ১২ অক্টোবরের মধ্যে ইসরায়েলি বাহিনীর আঘাতে ২০১ ফিলিস্তিনি শিশু আহত হয়েছে। পার্কার বলেন, ‘অনেক বিশেষজ্ঞের গবেষণায় দেখা  গেছে ফিলিস্তিনি শিশুরা বিষাদ, উদ্বেগ, বিকলাঙ্গতাসহ বিভিন্ন মানসিক ও শারীরিক সমস্যায় ভুগছে।’ গত মাসে আল-আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার পর থেকে ফিলিস্তিনিদের ওপর আক্রমণ চালিয়ে আসছে ইসরায়েলি  সেনা ও অবৈধ বসতিতে বসবাসকারী ইহুদিরা।

সর্বশেষ খবর