শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

তালেবান নিয়ে নওয়াজকে চাপ দিতে পারেন ওবামা

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এখন যুক্তরাষ্ট্র সফরে আছেন। সেখানে গতকাল প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। তবে এ বৈঠকের আগে হোয়াইট হাউজ থেকে ধারণা দেওয়া হয় তালেবান জঙ্গিদের সঙ্গে সমঝোতার ব্যাপারে পাকিস্তানকে চাপ দিতে পারে যুক্তরাষ্ট্র। পারমাণবিক নিরাপত্তাসহ বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ ইস্যুর সমাধান চায় যুক্তরাষ্ট্র। উড্রো উইলসন সেন্টারের কর্মকর্তা মাইকেল কিউজেলম্যান বলেন, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে বেশ কয়েকটি ইস্যুতে সমঝোতার অভাব রয়েছে। পাকিস্তানের সেনাবাহিনীকে এখন আর অস্ত্র ও অর্থের জোগান দিতে  আগ্রহী নয় যুক্তরাষ্ট্র। কারণ জঙ্গি দমনে পাকিস্তানকে যুক্তরাষ্ট্র যা করতে বলেছে তারা তা করতে পারেনি। এটা নিয়ে একটা ক্ষোভ যুক্তরাষ্ট্রের আছে। স¤প্রতি ওবামার দেওয়া বক্তব্যে এটা স্পষ্ট যে তালেবানদের সঙ্গে আলোচনা চায় যুক্তরাষ্ট্র। দ্য ডন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর