শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা
অন্য খবর

ক্লিওপেট্রার মৃত্যু রহস্য

ক্লিওপেট্রা নাম শুনলেই ভেসে ওঠে সবচেয়ে সুন্দরী ও প্রভাবশালী এক রানীর নাম। তার রূপে হাবুডুবু খেতেন সে সময়ের রাজা-বাদশাহ, অধিপতিরা। প্রাচীন রোমান ইতিহাসে কথিত আছে রানী ক্লিওপেট্রা খৃস্টপূর্ব ৩০ সালে মাত্র ৩৯ বছর বয়সে সর্পদংশনে মারা যান। মূলত মিসরের শাসক ক্লিওপেট্রা রোমান সাম্রাজ্যের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন। পরে রোমান রাজা তাকে হত্যার জন্য ডুমুর ফলের ঝুড়িতে গোখরা সাপ পাঠিয়ে দেয়। সেই সাপের দংশনে ক্লিওপেট্রা ও তার দুই দাসী মারা যান। কিন্তু ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের মিসরবিষয়ক গবেষকরা সর্প বিশেষজ্ঞদের সঙ্গে মিলে গবেষণা চালিয়ে বলছেন, ডুমুর ফলের ঝুড়িতে লুকানো যে গোখরা সাপের দংশনে রানী ক্লিওপেট্রা ও তার দুই দাসীর মৃত্যু হয়েছিল সেটা অবাস্তব।

সর্বশেষ খবর