সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

সৌদি রাজপরিবারে বিদ্রোহের শঙ্কা

সৌদি রাজপরিবারে বিদ্রোহের শঙ্কা

বাদশাহ সালমান

সৌদি আরবের রাজপরিবারে বিদ্রোহের শঙ্কা দেখা দিয়েছে। দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদকে অপসারণ করে তার ভাইকে বসাতে চান বাদশাহ সালমানের আট ভাই। শনিবার বাদশাহর বিরুদ্ধাচরণকারী একজন প্রিন্সের বরাত দিয়ে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, বাদশাহ সালমানের বদলে প্রিন্স আহমেদ বিন আবদুল আজিজকে ক্ষমতায় চান তারা। নিরাপত্তার কারণে নাম প্রকাশ না করে ওই সৌদি প্রিন্স দাবি করেন, তাদের এই পরিবর্তন চাওয়ার পেছনে  দেশটির শক্তিশালী উলামা পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন রয়েছে। এর আগে প্রিন্স আহমেদ বিন আবদুল আজিজ দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।  সৌদি আরবে উলামা পরিষদের সমর্থন দেশটির শাসক নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওই প্রিন্স বলেন, ১৯৬৪ সালে বাদশাহ সৌদের আমলে ঠিক এমনটাই ঘটেছিল। এত দিন পর হয়তো একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে।

প্রিন্স আরও বলেন, ‘বাদশাহ সৌদের মতো যদি বাদশাহ সালমান দেশ ত্যাগ করেন, তাহলে দেশে ও দেশের বাইরে তিনি সম্মানিত ব্যক্তি হয়ে থাকবেন।

সর্বশেষ খবর