শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

ডন দাউদের সন্ধান দেবেন রাজন!

ডন দাউদের সন্ধান দেবেন রাজন!

ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা আন্ডারওয়ার্ল্ড ডন খ্যাত ছোটা রাজন দেশটিতে ফিরতে চান। পুলিশের কাছে আÍসমর্পণ করেননি এবং জিম্বাবুয়ে যেতে চান না বলেও তিনি বালিতে সাংবাদিকদের কাছে দাবি করেছেন। হত্যা, চাঁদাবাজি ও মাদক পাচারসহ ৭৫টির বেশি মামলায় ওয়ান্টেড তালিকায় থাকা রাজেন্দ্র সাদাশিব নিখালজি ওরফে ছোটা রাজন ২৫ অক্টোবর ইন্দোনেশিয়ার বালির দেনপাশার বিমানবন্দরে গ্রেফতার হন। অস্ট্রেলিয়ান পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে ইন্দোনেশিয়ার পুলিশ তাকে গ্রেফতার করে। মোহন কুমার পরিচয় দিয়ে তিনি অস্ট্রেলিয়ার সিডনি  থেকে বালিতে ভ্রমণ করছিলেন। ইন্টারপোলের নোটিসের ভিত্তিতে অস্ট্রেলিয়ান পুলিশ রাজনের ব্যাপারে তথ্য সরবরাহ করে। গুঞ্জন শোনা যাচ্ছে, ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে ‘বিশেষ সমঝোতা’র ভিত্তিতেই আÍসমর্পণ করেছেন  ছোটা রাজন। আরেক আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ব্যাপারে তথ্য পেতেই দেশটির গোয়েন্দা সংস্থাগুলোর বিশেষ পরিকল্পনায় আÍসমর্পণ করেন তিনি। এর পরিপ্রেক্ষিতেই সাংবাদিকদের এসব কথা বলেছেন তিনি। ছোটা রাজন বলেন, আমি কখনোই আÍসমর্পণ করিনি। আমি ভারতে ফিরে যেতে চাই। জিম্বাবুয়ে যেতে চাই না। এদিকে ছোটা রাজনকে নিজ দেশ ভারতে ফিরিয়ে আনতে  দেশটির গোয়েন্দা সংস্থাগুলোর তাদের একটি দলকে বালিতে পাঠানোর কথা রয়েছে। কিন্তু কোথায় আছেন কুখ্যাত ডন দাউদ ইব্রাহিম? তার সম্পর্কে সম্প্রতি পাকিস্তানকে নতুন ছবি ও তথ্য দিয়েছে ভারত। পাকিস্তানে আশ্রয় নেওয়া দাউদের তিন পাকিস্তানি পাসপোর্টের ফটোকপি, বর্তমান ছবি ও স্ত্রীর টেলিফোন বিল এবং দুবাইতে যাওয়া-আসার খবর সবকিছু পাকিস্তানের নজরে এনেছে ভারত। আরও খবর, পাকিস্তানের করাচিতেই আশ্রয় নিয়ে আছেন দাউদ ইব্রাহিম। কংগ্রেসের এক নেতা কয়েক দিন আগে বলেন, ‘দাউদ হচ্ছেন ভারতের ওসামা বিন লাদেন। যুক্তরাষ্ট্র সরাসরি পাকিস্তানে ঢুকে ওসামাকে খতম করে এসেছে। ভারত কি এমন কিছু করার ক্ষমতা রাখে? এটা বুঝেই ভারতকে চলতে হবে।’ পিটিআই, জি-নিউজ।

সর্বশেষ খবর